সায়ন সাহা, শিলিগুড়ি
ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর। অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মেডিকেলের সুপারের দাবি, প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়। ঘটনাটি লিখিত ভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, মৃত্যুর পর কুকুর দেহ খুবলে খেয়েছে নাকি কুকুরের আক্রমণেই মৃত্যু হয়েছে ভবঘুরের।