প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা
নকল UPI অ্যাপ ব্যবহার করে ভুয়ো ট্রানজ্যাকশনের স্ক্রিনশট (UPI Scam) দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম রুধীন্দ্রনাথ মান্না। বাড়ি বাগুইহাটিতে।
সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখ হাবড়ার একটি সোনার দোকানে (Gold Theft) প্রায় তিন লক্ষ টাকার হার অনলাইনে বুক করেন অভিযুক্ত। দোকানের পাঠানো কিউআর কোডে সফল লেনদেন হয়েছে বলে ভুয়ো স্ক্রিনশট পাঠান তিনি। সেই অনুযায়ী তাঁর ঠিকানায় গয়না ডেলিভারি পাঠিয়ে দেন দোকান কর্তৃপক্ষ।
#REL