দ্য ওয়াল ব্যুরো: কুকুরকে বেল্ট (লিস) ছাড়া হাঁটানো নিয়ে বচসা এবং তার জেরে গুলি উত্তরপ্রদেশে। অভিযোগ, গাজিয়াবাদে প্রতিবেশীর আপত্তিতে অপমানিত বোধ করে ফের বন্দুক নিয়ে ফিরে এসে গুলি চালালেন এক কুকুরের মালিক। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনাটি মঙ্গলবার রাতের, গাজিয়াবাদের লোনি এলাকার এক গ্রামের। লোনির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) সিদ্ধার্থ গৌতম জানিয়েছেন, অভিযুক্তর নাম অরবিন্দ বনসাল। ওই রাতে তিনি নিজের কুকুরটিকে লিস ছাড়াই হাঁটাতে নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী প্রবীন কুমার তাঁকে বাধা দেন। এমন আচরণে অপমানিত বোধ করেন বনসাল।