দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসেরা, বলিউড ডিভা, গায়িকা, প্রযোজক, আন্তর্জাতিক তারকা—একাধিক পরিচয়ে তিনি সমান সাবলীল। আজ ৪৩-এ পা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। জন্মদিনে তাঁকে উদযাপন করতে চাইলে, তাঁর কেরিয়ারের কিছু অনন্য ছবি ফের দেখে নেওয়াই শ্রেয়। হিন্দি বক্স অফিস হিট থেকে শুরু করে আন্তর্জাতিক ওটিটি ব্লকবাস্টার—এই দশটি ছবিতে ধরা পড়েছে তাঁর অভিনয় দক্ষতা।
১. এইতরাজ (Zee5)