দ্য ওয়াল ব্যুরো: ‘দঙ্গল’ সিনেমার গীতা ফোগাটকে মনে আছে? গীতার ছোটবেলার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ঝড় তুলেছিলেন জায়রা ওয়াসিম। পরে ‘সিক্রেট সুপারস্টার’-এ আরও জনপ্রিয় হন। কেরিয়ার যখন তুঙ্গে, হঠাৎ ২০১৯ সালে অভিনয় ছেড়ে দেন। গত ছ'বছরে খুব এটা শিরোনামে দেখা যায়নি তাঁকে। কী করছেন, কোথায় আছেন, সেসব নিয়ে আলোচনাও হয়নি তেমন।
কিন্তু এতদিন পর শনিবার সকাল থেকে পেজ থ্রির মধ্যমণি তিনি। কারণ বিয়ে করেছেন জায়রা আর সেকথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কার সঙ্গে নিকাহ সারলেন, কীভাবে সবটা হল, সেনিয়ে কৌতুহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁর ছবি সঙ্গে শুভেচ্ছা বার্তা ভেসে আসছে।