দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সের (Duars) জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চল যেন ফের রক্ত হিম করা আতঙ্কের কবলে। বাড়ির সামনে খেলা করছিল এক কিশোর। হঠাৎই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ (Leopard attack)। মুহূর্তের মধ্যে ছেলেটিকে টেনে নিয়ে গেল অন্ধকারের দিকে। আর ফেরা হল না তার (Teenager dies)।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়। মৃত কিশোরের নাম কারিমুল হক ওরফে আলামিন (১২)। কলাবাড়ি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
#REL