দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) চড়ার জন্য আর দীর্ঘক্ষণ আগেই টিকিট কাটতে হবে না। এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে টিকিট (Ticket)। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমন অভিনব রিজার্ভেশন ব্যবস্থা চালু করল দক্ষিণ রেলওয়ে (Indian Railways , Train Reservation)।
রেল সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়েছে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের আটটি বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু তাই নয়, ট্রেন ছেড়ে যাওয়ার পরেও যদি কোনও সিট ফাঁকা থাকে, তা হলে সেটিও অনলাইনে বুক করা যাবে।
#REL