দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের চিত্তোরগড় (Rajasthan News) জেলার একটি সরকারি স্কুলে চাঞ্চল্যকর কাণ্ড। স্কুল পড়ুয়াদের অশ্লীল ভিডিও মোবাইলে রেকর্ড করার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে এক শিক্ষককে (School Teacher)। অভিযুক্ত শিক্ষকের নাম শম্ভুলাল ঢাকড়। তিনি বেগান পঞ্চায়েত এলাকার আনভেলহেদা স্কুলে কর্মরত ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কিছু অভিভাবক এবং গ্রামবাসী ওই শিক্ষকের অনৈতিক আচরণের কথা জানতে পারেন। এরপরই তাঁরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।