দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা ১৫ জুলাই মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। পরদিন ইনস্টাগ্রামে একটি গোলাপি কার্ডে তাঁদের সন্তান আগমনের কথা ঘোষণা করেন এই নবদম্পতি। মা ও সন্তান— দু’জনেই সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন কিয়ারা।
এই খুশির আবহেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি সেলফি, যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে এক সদ্যোজাতকে দেখা যাচ্ছে, পাশে রয়েছেন সলমন খান। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় চরম উৎসাহ ও কৌতূহল— এটাই কি তাঁদের কন্যাসন্তানের প্রথম ছবি?