দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের মেয়ে শুভশ্রী গাঙ্গুলি। মফস্বল থেকে উঠে এসে আজ তিনি কলকাতার প্রথম শ্রেণীর মহিলাদের মধ্যমণি। শহর জুড়ে শুভশ্রীর ছবির পোস্টার বা বিজ্ঞাপনের হোর্ডিং। শুভশ্রী মানেই বারবার আজও এসে পড়ে দেব অধিকারীর নাম। একসময় তাঁরা সম্পর্কে থাকলেও বহু বছর দু'জনের পথ আলাদা হয়ে গিয়েছে।
তবে দেব-শুভশ্রীর প্রেম উস্কে দিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুক্তিআসন্ন 'ধূমকেতু' ছবি। এই ছবিতে দেবের সঙ্গে চুমু খেতে দেখা যাবে শুভশ্রীকে। তবে এরআগে অন্য এক নায়ককে পর্দায় চুমু খেয়েছিলেন শুভশ্রী। কিন্তু সেই নায়ক এখন আর খবরে নেই।