দ্য ওয়াল ব্যুরো: পাশাপাশি তিনটে চেয়ার। লাল ভেলভেট কাপড়ে মোড়া আসন তাতে। অনেকটা থ্রোন চেয়ারের মতই। একটিতে বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। পাশের চেয়ারে তাঁর স্ত্রী। আর একটি চেয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য রাখা। অথচ দেখা গেল, সেই আসনের ধারে কাছে গেলেন না মুখ্যমন্ত্রী। তিনি বসলেন, খানিক তফাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশে।