দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে বাজছে ‘ফিক্স ইউ’। আলোঝলমলে মায়ামির হার্ড রক স্টেডিয়াম। হঠাৎই জমকালো কনসার্টের চমকালো জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠলেন মেসি। সেই চর্চিত কিসক্যামে। কয়েক দিন আগেই ফাঁদে বন্দি হয়ে সংসার ভেঙেছে, চাকরি খুইয়েছেন অ্যাসট্রোনোমি সংস্থার সিইও!
এবার সেই একই ক্যামেরায় ধরা দিলেন লিও। কিন্তু পরস্ত্রীকে জড়িয়ে নয়। পাশেই দাঁড়িয়ে সহধর্মিণী আন্তোনেলা রোক্কুসো। বিশালাকার স্ক্রিনে দম্পতির মুখ ভেসে উঠতেই যেন বিস্ফোরণ ঘটল গ্যালারিতে। ‘মেসি! মেসি!’ জনগর্জনে কেঁপে উঠল গোটা স্টেডিয়াম।