দ্য ওয়াল ব্যুরো: দেশপ্রেমের কোনও বয়স হয় না - সেটা আরও একবার প্রমাণ করে দিল ১০ বছরের শভন সিং। সাহস আর নিষ্ঠায় মুগ্ধ হয়ে তার ভবিষ্যতের পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে নিল ভারতীয় সেনা।
ঘটনাস্থল, পাঞ্জাবের ফিরোজপুর জেলার মমডট এলাকার তরাওয়ালি গ্রাম। মে মাসের ৭ তারিখ, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনা যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আঘাত হানছিল, তখন সীমান্তের কাছে গোলাগুলির মধ্যে দিয়েই সেনাদের জন্য জল, চা, দুধ, লস্যি পৌঁছে দিতে এগিয়ে গিয়েছিল শভন। কারও জোরাজুরিতে নয়, নিজের ইচ্ছেতেই।
#REL