দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ কলকাতার সল্টলেকের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
পরিবার জানিয়েছে, সোমবার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে লালগোলায়। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য।
#REL