দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চ (21JulyRally) থেকে বড়সড় অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ মমতাবালা ঠাকুর (MamataBala Thakur )।
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর (Shantanu Thakur) মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার (CitizenshipBill ) প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মতুয়াদের মধ্যে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ আনেন তিনি।
#REL