দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে (Thakurbari) বুধবার থেকে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা (Matua, Hunger Strike)। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এই প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। বিশেষ কাজে বাইরে থাকায় তিনি ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন।
অনশনকারী মতুয়াদের দাবি, SIR-এ ২০২৪ পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মতুয়া মহাসংঘের পদাধিকারীরা মঞ্চে উপস্থিত থেকে এই দাবির পক্ষে অবস্থান জানিয়েছেন।
#REL