দ্য ওয়াল ব্যুরো: নেপালের (Nepal) মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বাংলায় (West Bengal)! এমনই চেয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আর তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই থানায় থানায় তৃণমূল কংগ্রেস (TMC) এফআইআর (FIR) দায়ের করেছে।
তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের (Partha Bhowmik) নির্দেশে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ, উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন।
#REL