দ্য ওয়াল ব্যুরো: একদিকে সেন্ট লুইসের (Saint Louis) ঝকঝকে দাবা ক্লাব। ঝলমলে আলো, এয়ার কন্ডিশনড হলরুমে খেলোয়াড়দের মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে প্রধান রেফারি—যেন সূর্যের আলো পর্যন্ত ছুঁতে না পারে টুর্নামেন্টের হেভিওয়েট প্রতিযোগী ওয়েসলি সো-র (Wesley So) মুখ!
কাট টু। ভারতের (India) ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ। গুন্টুরে (Guntur) একটামাত্র টেন্টের নিচে আয়োজন। লাগাতার পাওয়ার কাট। ঘামছেন সক্কলে। সেই সঙ্গে বৃষ্টি। ছেঁড়া শামিয়ানা গলে চুঁইয়ে চুঁইয়ে ঝরে পড়ছে জল। দোসর একপাল বাঁদরের লম্ফঝম্প আর আলো নিভে যাওয়ার পর মোবাইলের টর্চে ঘড়ি দেখার প্রাণান্তকর পরিশ্রম!