দ্য ওয়াল ব্যুরো: রোমান্টিক গল্পের প্রতি আগ্রহ কমে এসেছে বহুদিন। এখন দর্শক চায় শরীরে হিম ধরানো থ্রিলার, গা ছমছমে রহস্য, আর এমন গল্প যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না কার উপর ভরসা করা উচিত।
সেই দর্শক প্রবণতাকেই পুঁজি করে পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এক নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার—‘অটোবি’। প্রযোজনায় রয়েছেন ডিকে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন। ছবিতে মুখ্য ভূমিকায় মধুমিতা সরকার (madhumita sarcar) ছাড়াও দেখা যাবে ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিককে।