দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতির পদ থেকে সম্প্রতি স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। কিন্তু সেই আলোচনার আড়ালে রয়ে গিয়েছে তাঁর জীবনের এক চমকে দেওয়া অধ্যায়। অনেকেই হয়তো জানেন না, সলমন খানের ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় প্রথম জামিনদাতা আইনজীবী ছিলেন জগদীপ ধনকড় নিজে। সেই সময় তিনি ছিলেন রাজস্থানের যোধপুর হাইকোর্টের অন্যতম খ্যাতনামা আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ।
কী হয়েছিল ১৯৯৮ সালে?