দ্য ওয়াল ব্যুরো: সুপারফুড মানেই কি বিদেশি ও দামি খাবার? একেবারেই নয়। অনেক সময় যেগুলিকে ‘সুপারফুড’ বলে বাজারে তুলে ধরা হয়, সেগুলি অত্যধিক দামে বিক্রি হলেও আসলে তার চেয়ে অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প রয়েছে ভারতের ঘরোয়া খাদ্য সংস্কৃতিতেই। জেনে নেওয়া যাক এমন ছয়টি দামি সুপারফুড, যার দেশীয় বিকল্প রয়েছে।
গোজ বেরি (Goji berries)
বিকল্প: আমলা বা আমলকি