সায়ন সাহা, শিলিগুড়ি
ফের শিলিগুড়িতে এটিএম লুঠ। আশিঘর পুলিশ আউটপোস্টের পাঁচশো মিটার দূরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমে মঙ্গলবার রাত তিনটে নাগাদ হানা দেয় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান খোয়া গেছে প্রায় ২০ লক্ষ টাকা।
গ্যাস কাটার ব্যবহারের সময় কোনওভাবে আগুন লেগে যায় এটিএমে। দাউ দাউ করে পুড়তে থাকে এটিএম। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
#REL