দ্য ওয়াল ব্যুরো: মোহিত সুরির ‘সইয়ারা’ দিয়ে বলিউডে পা রেখেছেন আহান পাণ্ডে। সিনেমা মুক্তির পর তাঁর অভিনয় নিয়ে চলছে প্রশংসা। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পুরনো ছবি, যেখানে তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে রয়েছেন! ব্যাস! আর কী, সঙ্গে সঙ্গে গুজবের ঢল। প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন আহান?
ছবিটি রেডিটে শেয়ার হওয়ার পর থেকেই চর্চা শুরু। ক্যাপশনে নেই কিছু, তবে ছবিতে দেখা যাচ্ছে আহানকে, তারার হাত ধরে রয়েছেন, আর লাজুকভাবে হাসছেন তারা। বোঝাই যাচ্ছে, বহু বছর আগের মুহূর্ত। তখন দু’জনেই কম বয়সী।
#REL