দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়লেন ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডা। হঠাৎ করেই যেন আলোয় তাতানো লাইমলাইটটা খানিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল অভিনেত্রীর জন্য।
নীল শার্ট, সাদা প্যান্ট, মাথায় নাইকির ক্যাপ, মুখে কালো মাস্ক—এভাবেই দেখা গেল অনীতকে। প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরে একের পর এক ছবি তুলতে শুরু করতেই অনীত বলেন, ‘‘আমার লজ্জা করছে…’’। সঙ্গে জানান, তাঁর তাড়াও রয়েছে।
#REL