দ্য ওয়াল ব্যুরো: আহান পান্ডে তাঁর ডেবিউ ছবি ‘সাইয়ারা’-র সাফল্যের পরপরই হাজির হয়েছেন সঞ্জয় লীলা বনশালির অফিসে। আর সেই মুহূর্ত থেকেই বলিউডে গুঞ্জন তুঙ্গে। সবাই ভাবছে, এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই তরুণ অভিনেতা এবার বনশালির আগামী ছবির নায়ক হতে চলেছেন কি না!
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে অহানের লুক, ক্যামেল রঙের টি-শার্ট আর ঢিলেঢালা ডেনিম প্যান্টে একেবারে কুল মুডে। ‘সাইয়ারা’-য় তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য যে প্রশংসা পেয়েছেন, তাতেই কি নজর কেড়েছেন বনশালির? ভক্তরা মনে করছেন, এর মধ্যেই ঘোষণা হতে পারে অহানের পরবর্তী বড় প্রজেক্টের।
#REL