দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েকের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার চামরাইলে (Howrah Fire)। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে সেখানকার একটি ঢালায় কারখানায় আচমকা ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকদের থাকার ঘরেও আগুন ছড়িয়ে পড়ে, বাড়িয়ে তোলে বিপদের মাত্রা। কাছেই রাজ্য বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউস থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
#REL