দ্য ওয়াল ব্যুরো: সুযোগ চেয়েছিলেন। সুযোগ পেলেন। প্রত্যাশা জাগানোর কথা ছিল। সেটাও জাগালেন। বাকি ছিল ময়দানের আসল যুদ্ধে সফল হয়ে নিটোল গল্পের বৃত্তপূরণ করা। সেখানেই ব্যর্থ হলেন।
ইংল্যান্ড সিরিজে (Eng vs Ind) নিজের কামব্যাকের সফর অধরা রেখেই খুব সম্ভবত দেশে ফিরতে চলেছেন করুণ নায়ার (Karun Nair)। বাদ পড়েছেন (Karun Nair Dropped) ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test)। তাঁর পজিশন, ওয়ান ডাউনে, খেলবেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি যদি এই টেস্টে বড় রান তুলে ফেলেন, তাহলে করুণের টেস্ট কেরিয়ারে চিরতরে ইতি পড়তে পারে। এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকরের মতো তাবড় ক্রিকেট বিশেষজ্ঞ।