দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো মানেই সাজগোজ, সাবেকিয়ানা, শাড়ি, গয়না আরও কত কী। কে কোনদিন কী পরবেন, কোন শাড়ির সঙ্গে কেমন গয়না মানাবে, এই সব নিয়ে ইতিমধ্যেই মাথায় চিন্তা ঘুরছে। সাজগোজ আবার চাই বাজেটের মধ্যে। শহরের কোথায় গেলে পছন্দের শাড়ি বা গয়না মিলবে সস্তায়? রইল সন্ধান।
মধ্যবিত্তের ভরসা হাতিবাগান