দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে সাধারণ উপভোক্তাদের জন্য বড় সুখবর। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স তথা পণ্য পরিষেবা কর (GST) ব্যবস্থায় আমূল বদল আনতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার পণ্য পরিষেবার কর নিয়ে রাজ্যের মন্ত্রীদের বিশেষ কমিটির (GoM) বৈঠক ছিল। মন্ত্রিগোষ্ঠীর ওই বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি-র ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে শুধু দু’টি স্ল্যাব—৫% ও ১৮%রাখা হোক। ফলে বহু প্রয়োজনীয় জিনিসের দাম কমলেও কিছু বিলাসপণ্যের উপর করের বোঝা বাড়বে।
কী কী সস্তা হবে
নতুন কাঠামোয় আগের ১২% স্ল্যাবের ৯৯% জিনিস নেমে আসবে ৫% হারে।