দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সাউথ সিটি মল ( South City Mall ) সবসময়ই নতুন ভাবনা ও সচেতনতার প্রতীক হিসেবে পরিচিত। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে মল কর্তৃপক্ষ চালু করল এক অভিনব উদ্যোগ—“পিংক পার্কিং” ( pink parking ), শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট পার্কিং জোন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য মহিলাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক পার্কিং স্পেস তৈরি করা।
#REL