দ্য ওয়াল ব্যুরো: অনলাইন শপিংয়ের অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা করল গুগল। এবার থেকে শুধুমাত্র জামাকাপড় পছন্দ নয়, সরাসরি দেখে নেওয়া যাবে পরলে কেমন লাগবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে গুগল তাদের শপিং প্ল্যাটফর্মে এনেছে একগুচ্ছ নতুন ফিচার, যার মধ্যে অন্যতম ‘ভার্চুয়াল ট্রাই অন’ বা ভার্চুয়াল পোশাক পরার সুবিধা।
মে মাসে ‘ডপ্পল’ নামে একটি অ্যাপ বাজারে এনেছিল গুগল, যেখানে ভার্চুয়াল ফিটিং রুমের মাধ্যমে ইউজাররা নিজের ডিজিটাল অবতার দিয়ে পোশাক পরখ করতে পারতেন। এবার সেই পরিষেবা আরও বিস্তৃত করে সাধারণ ইউজারদের জন্য নিয়ে আসা হচ্ছে।
#REL