দ্য ওয়াল ব্যুরো: এক পা ভাঙা। অন্য পা ভারতের ভরসা!
কেরিয়ার বনাম দল, ব্যক্তিস্বার্থ বনাম দেশের দাবি—এই দোলাচলে দুলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যিনি চিকিৎসকদের অনুমান আর শারীরবিদ্যার ফরমানকে তুড়ি মেরে উড়িয়ে সবাইকে হতচকিত করে প্রথম ইনিংসে ভয়ংকর আঘাতে পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ার পরেও খোঁড়াতে খোঁড়াতে মাঠে নেমেছিলেন। আঘাত পেয়ে গলফ কার্টে চড়ে সাজঘরে ফিরে যাওয়ার পর আর উইকেটকিপিং করতে মাঠে দেখা যায়নি, আজ ম্যাঞ্চেস্টার টেস্ট শেষ হলে খুব সম্ভবত দেশে ফেরার বিমান ধরবেন।