দ্য ওয়াল ব্যুরো: নায়ক থেকে হঠাৎ করেই তিনি খলনায়ক।
প্রথম দুই টেস্টের চার ইনিংসে যিনি কথায় কথায় সেঞ্চুরি হাঁকাচ্ছিলেন, মনে হচ্ছিল স্বেচ্ছায় উইকেট উপহার দিয়ে না এলে তাঁকে বাইশ গজ থেকে ফেরানোর সাধ্যি ইংরেজদের নেই, সেই তিনি, শুভমান গিল, লর্ডস টেস্ট থেকে আচমকা ছন্দ হারিয়েছেন (Shubhman Gill Off Form)। দুই ইনিংসে রান পাননি।