দ্য ওয়াল ব্যুরো: মধ্যাহ্নভোজে ডিম পরিবেশন করা হবে স্কুলে, এমন সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটকের মাণ্ড্য জেলার এক সরকারি বিদ্যালয়। আর তাতেই তীব্র আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি, বিদ্যালয়ের পাশেই রয়েছে বীরভদ্রেশ্বর স্বামীর মন্দির। মন্দির সংলগ্ন এলাকায় ডিম কিংবা কোনও আমিষ রান্না করা তাঁদের ধর্মবিশ্বাসে আঘাত হানবে।
ফলে, ওই বিদ্যালয়ের ১২০ জন পড়ুয়ার মধ্যে ৮০ জনের পরিবার হুমকি দিয়েছেন, এই নিয়ম অব্যাহত থাকলে তাঁরা স্কুল থেকে ছেলেমেয়েকে আর স্কুলে পাঠাবেন না। ইতিমধ্যেই একাধিক পরিবার ট্রান্সফার সার্টিফিকেটের (TC) আবেদন জানিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে।
#REL