দ্য ওয়াল ব্যুরো: জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) নিরঞ্জনের রাতেই রক্তাক্ত কামারপুকুর (Kamarpukur)।
স্থানীয় সূত্রের খবর, মাত্র তিনটি ডিম (Egg) খাওয়া নিয়ে শুরু হওয়া তর্ক শেষ হল এক যুবকের মৃত্যুতে (A young man died)। মৃতের নাম রামচন্দ্র ঘোষাল (২৬)। অভিযুক্ত তাঁরই বন্ধু রাজু মাইতি। ঘটনাটি ঘটেছে হুগলির কামারপুকুরে, আর তা-ও আবার স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
#REL