দ্য ওয়াল ব্যুরো: টাকা দিলেই মিলত জন্ম কিংবা মৃত্যু শংসাপত্র (Fake certificates for paying), সরকারি অনুমোদনের মোড়কে পুরোপুরি ভুয়ো! অবশেষে পর্দা ফাঁস হল শিলিগুড়ির জাল নথি চক্রের।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও সেনার বিশেষ গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গ্রাহক সেজে ধরা পড়ল (Arrested in Siliguri) চক্রের পান্ডা, বাগডোগরার পুটিমারীর বাসিন্দা লালন কুমার ওঝা (৩৫)।
#REL