দিশা দাস
কলকাতা: আইসিইউ-এর নীরবতা যেন রাতের গভীরে ছড়িয়ে পড়া চাঁদের মৃদু আলোর মতো। নরম অথচ ভারী। সেই শান্ত এবং গভীর মুহূর্তে দাঁড়িয়ে ডা. কায়াপান্ডা মুথানা মান্দানা চোখ বন্ধ করলেন একটুখানি, যেন মিলিয়ে নিলেন চিকিৎসকের দায়িত্ব আর মানবিক আবেগের সীমারেখা। চোখের কোণে জমা হওয়া যে অনুভূতির সামনে কোনও যুক্তি টেকে না, সেই অনুভূতির জোরেই আজ তাঁর কণ্ঠস্বর চিকিৎসার গণ্ডি ছাড়িয়ে মানুষের অন্তরের ধ্বনি হয়ে উঠেছে।
#REL