দ্য ওয়াল ব্যুরো: অঙ্গদান নিয়ে মানুষের মধ্যে আগের থেকে সচেতনতা অনেক বেড়েছে। এখন নিজে থেকেই বহু মানুষ অঙ্গদানের জন্য এগিয়ে আসছেন। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপনের নজিরও বাড়ছে।
কর্নিয়াল রোগে আক্রান্ত মানুষদের দৃষ্টি ফেরানোর একমাত্র উপায় কর্নিয়া প্রতিস্থাপন। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ কর্নিয়াল ব্লাইন্ডনেসে ভুগছেন, যার মধ্যে দান করা কর্নিয়ার মাধ্যমে অনেকেরই চিকিৎসা সম্ভব।