দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের করিডোরে তখন নেমে এসেছে এক নিস্তব্ধ শোকের ছায়া। প্রিয়জনের চলে যাওয়ার শোকে চারিদিকে হাউহাউ করে কান্না। কিন্তু ঠিক সেই বিষাদের মুহূর্তেও হুগলির এক পরিবারের নেওয়া সিদ্ধান্ত যেন মানবতার এক নতুন দিগন্ত খুলে দিল। ৬৭ বছর বয়সী সেই মহিলা, তাঁর দান করা অঙ্গেই প্রাণ বাঁচল পাঁচজন অসহায় মানুষের।
ওই মহিলা হুগলির বাসিন্দা। ১০ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর কলকাতার সিএমআরআই (CMRI), সিকে বীরলা হাসপাতালের নিউরো ইনটেনসিভ কেয়ারে ভর্তি হন। ১১ নভেম্বর চিকিৎসকেরা তাঁকে ব্রেন-ডেড ঘোষণা করেন। ঠিক তখনই পরিবারের পক্ষ থেকে নেওয়া হয় অঙ্গদানের সিদ্ধান্ত।