দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে বেরোতেই 'শট ডেড' খুনে অভিযুক্ত ২২ বছরের যুবক (22 year old accused shot dead in Bihar)। সম্প্রতি একটি খুনের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার বিহারের (Bihar Murder Case) সমসতিপুর জেলার পেঠিয়া বাজার এলাকায় মাথায় গুলি লেগে খুন হলেন সুমিত কুমার।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছ'টা নাগাদ অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা সুমিতকে লক্ষ্য করে গুলি চালায় (22 year old accused shot dead in Bihar)। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
#REL