সায়ন সাহা, শিলিগুড়ি
এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল বাগডোগরাবাসী। শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরেই বাবার মৃতদেহ আগলে বসে থাকতে দেখা যায় নাবালক ছেলেকে। অভিযোগ, সৎকারের জন্য ওই নাবালক থানায় ও পঞ্চায়েত কার্যালয়ে সাহায্য চাইতে গেলে সাহায্য করা হয়নি। তাই দিশেহারা হয়ে তাকে বাবার দেহ আঁকড়ে বসে থাকতে দেখা যায়।