অমল সরকার
আয়তনে ২৫ হাজার বর্গ কিলোমিটার, অর্থাৎ সিঙ্গাপুরের (Singapore) থেকেও বড়। এমনকী আয়তনে দেশটির রাজধানী থিম্পুর (Bhutan capital Thimphu) আয়তন যৎসামান্য, মাত্র ২৬ বর্গ মাইল। সেই দেশে এমন বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে নতুন এক শহর। যদিও মানুষের বসবাসের জন্য বরাদ্দ থাকছে মাত্র তিরিশ শতাংশ জমি। বাকিটা বনাঞ্চল।