দ্য ওয়াল ব্যুরো: আগামী বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন (ECI) রাজ্যে ভোটার তালিকার (Voter List) একটি "বিশেষ নিবিড় সংশোধন" (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল— যোগ্য কোনও নাগরিক যেন বাদ না পড়ে এবং অযোগ্য কেউ যেন তালিকায় না থাকে। ১ জুলাই থেকে শুরু হওয়া এই গণনার কাজ শেষ হলে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
SIR বলতে কী বোঝায়?