দ্য ওয়াল ব্যুরো: ২৫ জুলাই, এক ঐতিহাসিক দিনে, যশ রাজ ফিল্মস প্রকাশ করল বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’র ট্রেলার। আর সেই মুহূর্তেই যেন ইন্টারনেট জ্বলে উঠল। হৃতিক রোশন বনাম জুনিয়র এনটিআর—দুই সুপারস্টার মুখোমুখি! ট্রেলারে শুধু অ্যাকশন নয়, আছে আত্মচিন্তা, আত্মত্যাগ আর যুদ্ধের গভীর দর্শন। আর এইসবের মাঝে, এক ঝলক সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছেন কিয়ারা আদবানি।
#REL