দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ব্লকবাস্টার হিট 'কান্তারা'-এর বহুল প্রতীক্ষিত ছবি 'কান্তারা চ্যাপ্টার ১' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বিশাল সাফল্য এনেছে। সর্বশেষ আপডেট অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা এই বছরের অন্যতম বড় ওপেনিং।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনেই ৬০ কোটি টাকা সংগ্রহ করে 'কান্তারা চ্যাপ্টার ১' একাধিক আলোচিত ছবির প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে, সাইয়ারা (২২ কোটি), সিকন্দার (২৬ কোটি), ছাবা (৩১ কোটি)।
#REL