দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের একটি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। ঘটনাটি সামনে আসতেই তাঁর ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তুলতে থাকেন, ঠিক কেমন আছেন অভিনেতা?
শুক্রবার এনটিআরের টিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, অভিনেতা সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন। তবে তাঁর আঘাত সম্পূর্ণ সেরে উঠতে কতটা সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ফলে ভক্তদের উৎকণ্ঠা কমেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা ভেসে আসছে।