দ্য ওয়াল ব্যুরো: ব্যান্ডেল ইএসআই হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক ও তৃণমূল নেতা অসিত মজুমদার। অভিযোগ ছিল, পরিষেবা খারাপ, খাবারের মান নিম্ন, নিয়োগে অনিয়ম। এই সবকিছু খতিয়ে দেখতে গিয়ে নিজের দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের মুখোমুখি হলেন তিনি।
হাসপাতাল ক্যান্টিন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন বিধায়ক। রোগীদের খাবার নিজে চেখে দেখেন এবং বলেন, "খাবারের মান খুব একটা খারাপ নয়।" যদিও হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন তিনি।
#REL