দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুরে (Medinipur) এক স্কুলের মাঠে ফুটবল খেলাকে (Football) কেন্দ্র করে রেফারিকে (Referee) লাথি মেরেছিলেন স্থানীয় তৃণমূল নেতার ভাইপো (TMC Leader Nephew)। তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু সোমবার তিনি জামিন (Bail) পেলেন। আর এরপরই ক্ষুব্ধ হয়েছে ক্রীড়া সমাজ।
ওই ঘটনা ঘটিয়েছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ-এর ভাইপো। তারপর তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়। সোমবার সেগুলির শুনানি হয় মেদিনীপুর সিজেএম কোর্ট ও জেলা আদালতে। দুই ক্ষেত্রেই জামিন মঞ্জুর হয়।