দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kali Puja) রাতে আলো, বাজি, আর উৎসবের সঙ্গে তাল মিলিয়ে মাতল পশ্চিম মেদিনীপুর (Medinipur)। শুধু একদিনেই জেলাজুড়ে মদ ও বিয়ারের বিক্রি (Liquor and Beer) ছাড়াল ৭ কোটি টাকার গণ্ডি!
প্রশাসনের হিসাবে, কালীপুজোর দিনই বিক্রি হয়েছে ৩৯ হাজার লিটার দেশি মদ, বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। পাশাপাশি ৪৪ হাজার লিটার বিদেশি মদ বিক্রির অঙ্ক সাড়ে পাঁচ কোটি টাকাকে ছুঁয়েছে। তাতে প্রশাসন যেমন রাজস্ব বৃদ্ধিতে খুশি, ব্যবসায়ীরাও উল্লসিত।
#REL