দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক হেনস্থার শিকার হচ্ছেন বাংলার (West Bengal) পরিযায়ী শ্রমিকেরা (Migrant Workers)। বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা সেঁটে দেওয়া হচ্ছে অনেককে। আধার, ভোটার, এমনকি প্যান কার্ড দেখালেও মিলছে না মুক্তি।
এর মোকাবিলায় তাঁদের একমাত্র ভরসা এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)। আর সেই সার্টিফিকেটের আবেদনে কার্যত ঢল নামছে সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে (Murshidabad)।
#REL