দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়ার অভাবে জেলায় একের পর এক সরকারি জুনিয়র হাইস্কুলে তালা ঝুলছে। জলপাইগুড়ি জেলায় ১৬১টি সরকারি জুনিয়র হাইস্কুলের মধ্যে ১৪টি স্কুল এখন পুরোপুরি পড়ুয়াশূন্য! কোথাও একজন ছাত্রছাত্রীও নেই। আর যে ক’টি স্কুল এখনও খোলা, সেগুলির অধিকাংশেই পড়ুয়ার সংখ্যা দশেরও নীচে।
ধূপগুড়ি, মেটেলি, নাগরাকাটা, ময়নাগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি সদর এবং সর্বাধিক রাজগঞ্জ — জেলার এই সাতটি ব্লক মিলিয়ে ১৪টি স্কুলে একজনও পড়ুয়া নেই। পাশাপাশি, জলপাইগুড়ি সদরের নয়াপাড়া ও চড়কডাঙি জুনিয়র হাইস্কুলে যথাক্রমে মাত্র দু’জন ও ছ’জন ছাত্রছাত্রী পড়ছে। যার জেরে জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।